মধুপুর উপজেলার অরণখোলা, কুড়াগাছা ও আউশনারা ইউনিয়নের দেড় হাজার একর জমি আবাদযোগ্য করা এবং অর্ধলাখ মানুষকে জলাবদ্ধতা থেকে রক্ষায় খিরাই ও গুজা খাল খনন করেছে বিএডিসি। সাড়ে ৯ কিলোমিটার দীর্ঘ এ দুই খাল দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কৃষিজমিতে জলাবদ্ধতায় ফসলের ক্ষতি হতো। খাল খননে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। মধুপুর বিএডিসি-সূত্রে জানা যায়, দুটি খাল ভরাট হয়ে যাওয়ায় দেড় হাজার একর…