বুধবার, ১৮ মে, ২০২২ ০০:০০ টা

দৌলতদিয়ায় ভোগান্তি কাটেনি

রাজবাড়ী প্রতিনিধি

ঈদুল ফিতরের পরও যাত্রী ও যানবাহন পারাপারে ভোগান্তি কাটেনি রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। দীর্ঘ সময় অপেক্ষায় থেকে যাত্রী ও যানবাহন চালকদের ফেরিতে পদ্মা পাড়ি দিতে হচ্ছে। বর্তমানে পদ্মায় নাব্য সংকট নেই, নেই তীব্র স্রোত। যাত্রী ও যানবাহনের চাপও কম। এরপরও কেন ভোগান্তি পোহাতে হচ্ছে সে প্রশ্ন যাত্রীদের। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) গাফিলতির কারণে ভোগান্তি দূর হচ্ছে না বলে দাবি তাদের। গতকাল দুপুরে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে ফেরি পারের অপেক্ষায় ছিল ৩ শতাধিক যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি পোহাচ্ছিলেন যাত্রী ও চালকরা। ট্রাকচালকদের অপেক্ষা করতে হচ্ছে ১৫ ঘণ্টা পর্যন্ত। বাসযাত্রীদের ৫ থেকে ৬ ঘণ্টা। এ ব্যাপারে জানতে দৌলতদিয়া ফেরিঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক শিহাবুর রহমানকে ফোন করা হলে তিনি বলেন, আমি ছুটিতে আছি।

সর্বশেষ খবর