বুধবার, ১৮ মে, ২০২২ ০০:০০ টা

চার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

১০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন বহুতল ভবনে ভাঙচুরের অভিযোগে সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গত সোমবার আদালতে অভিযোগ করেন এক নারী। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিরাজগঞ্জ পিবিআইকে নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন- সলঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাবু, থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রিয়াদুল ইসলাম ফরিদ ও ভেকু মেশিন চালক সুজন মিয়া। বাদী জাকিয়া সুলতানা সলঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঘুড়কা ইউপি বর্তমান চেয়ারম্যান জিল্লুর রহমানের মেয়ে। চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে রায়হান গফুর বলেন, প্রভাব খাটিয়ে জিল্লুর সরকার ও তার মেয়ে সলঙ্গা হাটের প্রবেশপথ দখল করে বাড়ি নির্মাণ করছিলেন। ওই বাড়ি ভেঙে হাটের প্রবেশপথ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ খবর