বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২ ০০:০০ টা

৩ হাজার বিঘার ধান পানির নিচে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ভারতের উজান থেকে ধেয়ে আসা পুনর্ভবা নদীর ঢলের পানিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার প্রায় ৩ হাজার বিঘা জমির বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। জানা গেছে, গত কয়েকদিন থেকে বৃষ্টি হওয়ায় পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি পেয়ে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিলে কুজাইন, ভাটখোর ও রোকনপুরগঞ্জ মৌজায় প্রায় ৩ হাজার বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে। রোকুনপুর গঞ্জের চাষি নাজমুল হুদা জানান, বিলের জমিতে তিনি ৩ বিঘা জমিতে বোরো আবাদ করেছিলেন এবং ধানও এবার ভালো হয়েছিল। কিন্তু ভারত থেকে প্রবাহিত পুনর্ভবা নদীর পানি হঠাৎ এসে তার সব ধান তলিয়ে দিয়েছে। অন্যদিকে রাধানগর ইউপির উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফুয়াদ আলী জানান, রাধানগর ইউপির তিনটি মৌজায় প্রায় ১ হাজার ৬৭০ হেক্টর জমিতে এবার বোরো ধান  চাষাবাদ হয়েছিল। কেউ কেউ ধান কাটার অপেক্ষা ছিল, আবার অনেকেই ধান কেটে মাঠেই রেখেছিলেন। বিলের ৩ হাজার বিঘা জমির ধান এখন পানির নিচে তলিয়ে গেছে।

সর্বশেষ খবর