শনিবার, ২১ মে, ২০২২ ০০:০০ টা

এক বাগানে ১০ জাতের আম

কুমিল্লা প্রতিনিধি

এক বাগানে ১০ জাতের আম

কুমিল্লার বাগানে ঝুলছে ১০ জাতের আম। বিভিন্ন রং আর আকৃতির আম দেখে মুগ্ধ স্থানীয়রা। দাউদকান্দি উপজেলার হাসানপুরে এ বাগান চোখে পড়ে। আশপাশের গ্রামের লোক প্রতিদিন বাগান দেখতে ভিড় জমায়। আমগুলোর নামও বিচিত্র। ব্রুনাই কিং, কিউ জাই, বানানা, থাই পেয়ারা, ডক মাই, কাটিমন। আরও আছে আম্রপালি, বারি-৪, হাঁড়িভাঙা ও ফজলি। গ্রামের মোস্তাক মিয়া ও মাহমুদা হায়দার চৌধুরী কনক দম্পতি এ বাগান গড়ে তোলেন। সরেজমিন দেখা যায়, আমের ভারে ডাল ভেঙে যাওয়ার উপক্রম। ব্রুনাই কিং জাতের একেকটি আমের ওজন ৫ কেজির কাছাকাছি। কোনোটি দেখতে থাই পেয়ারার মতো। কোনো আমের আকৃতি বাংলা পাঁচ-এর মতো। মাহমুদা হায়দার চৌধুরী কনক জানান, শখের বশে আমবাগান করেছি। এখানে ২ একর জমি। আম গাছ রয়েছে ২ শতাধিক। দর্শনার্থী ফুয়াদ আহমেদ বলেন, ‘ব্যতিক্রম জাতের আমের চাষ হয় শুনে দেখতে এসেছি। এসে ভালো লাগল। এটা যেন আমের রাজ্য।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর