শনিবার, ২১ মে, ২০২২ ০০:০০ টা

নির্যাতনের কথা মাকে বলায় ছাত্রকে পেটালেন অধ্যক্ষ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি স্কুলের ছাত্রাবাসে নির্যাতনের ঘটনা মায়ের কাছে বলায় শিক্ষার্থীকে মেঝেতে ফেলে পেটানোর অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। ওই শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আহত শিক্ষার্থীর মা গত বৃহস্পতিবার সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, নবম শ্রেণির ওই শিক্ষার্থী উইজডম স্কুল অ্যান্ড কলেজের সদর উপজেলার বিয়াল্লিশ্বর শাখায় ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে। ছাত্রাবাসের অন্য তিন শিক্ষার্থী মেয়েসুলভ আচরণ করে তাকে উত্ত্যক্ত করে আসছিল। ছাত্রবাসের শোয়ার কক্ষ থেকে শুরু করে শৌচাগার এবং শ্রেণিকক্ষে তাদের মানসিক নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। গত ১৬ মে বিষয়টি মায়ের কাছে বলে ওই ছাত্র। রাতেই মা ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবদুল মোনায়েমের স্ত্রী নাজমা আক্তারকে বিষয়টি মুঠোফোনে জানান। গত বুধবার অধ্যক্ষ অভিযোগকারী এবং অভিযুক্ত শিক্ষার্থীদের তার কক্ষে ডেকে নেন। সেখানে ভুক্তভোগী শিক্ষার্থীকে বুকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে বেত দিয়ে এলোপাতাড়ি পেটান তিনি। অধ্যক্ষ বলেন, অভিযুক্ত তিন শিক্ষার্থীর সঙ্গে তাকেও হালকা একটু শাসন করেছি।

সর্বশেষ খবর