শিরোনাম
শনিবার, ২১ মে, ২০২২ ০০:০০ টা

চুকনগর গণহত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে চুকনগর গণহত্যা দিবস পালন হয়েছে। ১৯৭১ সালের এই দিনে ডুমুরিয়ার চুকনগরে মুক্তিযুদ্ধের নৃশংসতম গণহত্যা সংঘটিত হয়। মাত্র ৬-৭ ঘণ্টার মধ্যে একই স্থানে হত্যা করা হয় প্রায় ১০ হাজার মানুষকে। বিশ্লেষকদের দাবি, মুক্তিযুদ্ধের ইতিহাসে এটাই সবচেয়ে বড় গণহত্যা। দিনটি উপলক্ষে গতকাল চুকনগর বধ্যভূমিতে পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি প্রদান ও আলোচনা সভা হয়।

জানা যায়, ১৯৭১ সালে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা ও যশোর থেকে ভারতে যাওয়ার উদ্দেশে হাজার হাজার মানুষ চুকনগরে জড়ো হন। ২০ মে পাক সেনারা ট্রাক-জিপে চুকনগর বাজার ও পার্শ্ববর্তী এলাকায় ঢুকে নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে।

সর্বশেষ খবর