শনিবার, ২১ মে, ২০২২ ০০:০০ টা

ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগরম লিচুর মোকাম

নাটোর প্রতিনিধি

ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগরম লিচুর মোকাম

গাছে গাছে ঝুলছে লাল লিচু। ভারে ন্যুয়ে পড়েছে গাছের ডাল। লিচুর গ্রাম খ্যাত নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর, বিয়াঘাট, নাড়ানপুর, বেড়ঙ্গারামপুর ও শাহাপুর কালিনগরের প্রতিটি বাগানের চিত্র এটি। লিচু সংগ্রহ করে থরে থরে সাজিয়ে রাখা হচ্ছে আড়তে। বিক্রির জন্য চলছে হাঁকডাক। মৌসুমি এ ফল নিয়ে এমন ব্যস্ততা গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর কানু ব্যাপারীর বটতলায়। নাজিরপুর ইউনিয়নে প্রায় চার হাজার বিঘা জমিতে মোজাফফর জাতের আগাম লিচু আবাদ হয়। বৈশাখের শেষ সপ্তাহ থেকে এই লিচু সংগ্রহ শুরু হয়। গাছ থেকে সংগ্রহ করা লিচু দ্রুত মোকামে পাঠাতে প্রত্যন্ত গ্রামেই গড়ে উঠেছে আড়ত।

স্থানীয় লিচু আড়তদার সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, এখানে মোকামে ১৫টি লিচুর আড়ত গড়ে উঠেছে। এই মোকাম থেকে প্রতিদিন ৩০-৪০ ট্রাক লিচু (প্রতি ট্রাকে ২০০ ঝুড়ি, এক ঝুড়িতে ২ হাজার ২০০ লিচু) ঢাকা, সিলেট, চট্টগ্রাম, যশোরসহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা পাইকারি দামে কিনে নেন। বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে মোকামের ব্যস্ততা। উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ বলেন, এ বছর গুরুদাসপুরে প্রায় ৪১৫ হেক্টর জমিতে মোজফফর, বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু চাষ করা হয়েছে। যার পরিমাণ গত বছরের তুলনায় ১২ হেক্টর বেশি। উপজেলায় চলতি মৌসুমে ৫০০ মেট্রিক টন লিচু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এর বাজার মূল্য ৩০ থেকে ৪০ কোটি টাকা। চাঁদপুর জেলা থেকে আসা পাইকারি ব্যবসায়ী শামীম হোসেন বলেন, প্রতি বছর এখান থেকে লিচু কিনে নিয়ে বিক্রি করি। ঢাকা থেকে আসা রফিকুল ইসলাম বলেন, এখানকার লিচুর আকার, রং, স্বাদ ভালো।

সর্বশেষ খবর