শনিবার, ২১ মে, ২০২২ ০০:০০ টা

বজ্রপাতে বাবা-ছেলেসহ তিনজন নিহত

প্রতিদিন ডেস্ক

বজ্রপাতে বাবা-ছেলেসহ তিনজন নিহত

বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জে বাবা-ছেলে এবং সিরাজগঞ্জে এক কৃষক নিহত হয়েছেন। এ ছাড়া পৃথক স্থানে বজ্রাঘাতে মারা গেছে ১৩টি গরু।  চাঁপাইনবাবগঞ্জ : পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলে নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পদ্মা নদীর ধুলাউড়ি ঘাটে বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের মিন্টুর ছেলে বদিউর (৪২) ও তার ছেলে আওয়াল (২২)। পদ্মা নদীর ধুলাউড়ি ঘাট থেকে গতকাল দুপুরে বদিউরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আওয়ালের মৃতদেহ এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে জেলার চরবাগডাঙ্গায় বজ্রপাতে ১০টি গরু মারা গেছে। সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বৃষ্টির সময় বজ্রপাতে বাখের আলী গ্রামে একটি বাথানে রাখা ১০টি গরু মারা যায়। সিরাজগঞ্জ : সলঙ্গায় বজ্রপাতে আবদুল লতিফ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে নলকা ইউনিয়নের হাটকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের করম আলী সরকারের ছেলে। রাত ১০টার দিকে ঝড়-বৃষ্টির সময় লতিফ গোয়াল ঘরে গরু তোলার জন্য বের হন। এ সময় বাড়ির উঠানে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বগুড়া : ধুনট উপজেলায় বজ্রপাতে মারা গেছে ৩টি গরু। বৃহস্পতিবার রাতে গোপালনগর ইউনিয়নের বাঁশপাতা গ্রামে এ বজ্রপাত হয়।

সর্বশেষ খবর