শনিবার, ২১ মে, ২০২২ ০০:০০ টা

কালবৈশাখীতে বিধ্বস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

কালবৈশাখীতে বিধ্বস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি

সান্তাহার উপজেলার ছাতনী গ্রামের ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ি -বাংলাদেশ প্রতিদিন

কালবৈশাখী ঝড়ে বগুড়ার আদমদীঘিতে অর্ধশতাধিক বাড়িঘর ল-ভ- হয়ে গেছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। আদমদীঘি উপজেলার পশ্চিম ছাতনী গ্রামের ওপর দিয়ে বয়ে যায় ঝড়। গৃহহারা মানুষ বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। সরেজমিন গতকাল ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে জানা যায়, ওই গ্রামের মন্ডল পাড়ার ইটভাটা শ্রমিক জহুরুল ইসলামের চারটি ঘরের টিনের ছাউনি উড়ে গেছে। একই মহল্লার খলিলুর রহমান, আলী আজগর, নজরুল ইসলামের বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া মৃধাপাড়ার বিধবা নূরজাহানের ৩টি ঘর বিধ্বস্ত হয়েছে। সান্তাহার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার সমাজ খান জানান, রাতে হঠাৎ ঝড় শুরু হয়। ঝড়ের তান্ডবে প্রায় ৫০টি ঘর ভেঙে যায়। উড়ে যায় বেশকিছু ঘরের চাল। ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত সরকারি সহযোগিতার দাবি জানান তিনি। এদিকে চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ও বীরেশ্বরপুর গ্রামে অন্তত ২৫টি বাড়ির টিনের চালা উড়ে গেছে। উপজেলার গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ্ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গোহালবাড়ী ও বীরেশ্বরপুরসহ বিভিন্ন গ্রামের ওপর দিয়ে বয়ে যায় ঝড়।

সর্বশেষ খবর