শিরোনাম
শনিবার, ২১ মে, ২০২২ ০০:০০ টা

জেলি পুশ করা তিন ট্রাক চিংড়ি ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, যশোর

খুলনার ডুমুরিয়া থেকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়ার সময় যশোর থেকে তিন ট্রাক চিংড়ি জব্দের পর ধ্বংস করেছে র‌্যাব। ওজন বাড়ানোর জন্য এসব চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলি পুশ করা হয়েছিল। ভ্রাম্যমাণ আদালত এ ঘটনার সঙ্গে জড়িতদের আড়াই লাখ টাকা জরিমানা করেছে। লে. কমান্ডার এম নাজিউর রহমান বলেন, গোপন খবরের ভিত্তিতে র‌্যাব-৬ যশোরের একটি টিম গত বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর-মাগুরা সড়কের চেকপোস্ট বসিয়ে চিংড়ি ভর্তি তিনটি ট্রাক আটক করে। এ সময় তাদের সঙ্গে জেলা মৎস্য পরিদর্শক ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা ছিলেন। তারা প্রায় দুই মেট্রিক টন চিংড়ি পরীক্ষা করে সবগুলোতে অস্বাস্থ্যকর জেলি উপস্থিতির প্রমাণ পান।

র‌্যাব জানায়, জব্দ দুই মেট্রিক টন চিংড়ির মূল্য প্রায় ১৫ লাখ টাকা। ভ্রাম্যমাণ আদালত ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে রাতেই এসব চিংড়ি ধ্বংস করা হয়। জরিমানার টাকা চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

 

সর্বশেষ খবর