শনিবার, ২১ মে, ২০২২ ০০:০০ টা

পৃথক সংঘর্ষে দুজন নিহত

রূপগঞ্জ ও ধামরাই প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে জয়দেব (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। উপজেলার সদর ইউনিয়নের ভিংরাবো এলাকায় গতকাল ঘটে এ ঘটনা। নিহত জয়দেব ভিংরাবো এলাকার সুধনের ছেলে। জানা যায়, জয়দেব একই এলাকার সুনীল মালাকারের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন এবং তার বসতঘর, গাছপালা দেখাশোনা করতেন। শুক্রবার (গতকাল) বিকালে ওই বাড়ির গাছ থেকে একই এলাকার মাহাবুবুর রহমানের ছেলে সিয়াম ও জুনায়েত আম পাড়ছিল। জয়দেব তাদের নিষেধ করায় সিয়ামের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সিয়াম এবং জয়দেবের পরিবারের লোকজনের সংঘর্ষ বাধে। জয়দেব গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। এদিকে ঢাকার ধামরাইয়ে বালুর ব্যবসাকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে ফরহাদ হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। গত রাত ৯টার দিকে ধামরাইয়ের গাংগুটিয়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জাকারিয়া নামে একজনকে আটক করেছে। নিহত ফরহাদ হোসেন ধামরাইয়ের অর্জুনালাই গ্রামের ধলু মিয়ার ছেলে। তিনি এস্ককেভেটর (ভেকু মেশিন) ভাড়ার ব্যবসা করতেন। পুলিশ ও এলাকাবাসী জানান, গাংগুটিয়া ইউনিয়নের অর্জুনালাই গ্রামের জাকারিয়া ও মতিন গ্রুপের মধ্যে গাজীখালি নদী থেকে বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্ব চলছে। এর জেরে গাংগুটিয়া বাজারে দুই পক্ষে সংঘর্ষ বাধে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর