শিরোনাম
শনিবার, ২১ মে, ২০২২ ০০:০০ টা

টঙ্গীতে ডাকাত আতঙ্ক

আফজাল, টঙ্গী

গাজীপুরের টঙ্গীতে সম্প্রতি কয়েকটি ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ছাড়া টঙ্গীর বিভিন্ন স্থানে বেড়েছে চুরি ও ছিনতাই। জানা যায়, টঙ্গীর মধুমিতা, আরিচপুর, টঙ্গী বাজার, আউচপাড়া, হোসেন মার্কেটসহ বিভিন্ন স্থানে গত কয়েক দিনে হানা দেয় ডাকাত দল। এ ছাড়া হকের মোড়, কামাড়পাড়া রোড, নতুন বাজার রেলগেট, শিলমুন নিমতলী, আমতলী, ব্যাংকের মাঠ, ন্যাশনাল টিউবস রোড, মা-টাওয়ার মোড়, টঙ্গী ব্রিজের নিচে, মিরেশপাড়া নদীবন্দর, গাজীপুরা সাতাইশ, সফিউদ্দিন রোড, খরতৈলসহ ১৫-২০ স্পটে ছিনতাইয়ের ঘটনা নিত্যদিনের। সবশেষ গত বৃহস্পতিবার ভোর রাতে দক্ষিণ আরিচপুর টঙ্গী বাজার এলাকায় এক বাড়ির তিন তলার রান্নাঘরের জানালার গ্রিল কেটে ডাকাতরা ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে নগদ দেড় লাখ টাকা ও ২৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। একই রাতে টঙ্গী থানা প্রেস ক্লাবে চুরির ঘটনা ঘটে। এ ছাড়া ১৬ মে ভোর রাতে একটি ফ্ল্যাট বাসার দরজা ভেঙে ডাকাতদলের সদস্যরা ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। ওই রাতেই পাশের আরেক বাড়িতে হানা দেয় ডাকাত। বারান্দার দরজা ভেঙে ঘরে ঢুকে লুটপাট চালায় তারা। স্থানীয় বাসিন্দা টঙ্গী বাজারের চাল ব্যবসায়ী মজিবুর রহমান বলেন, পর পর কয়েকটি ডাকাতির ঘটনায় জনমনে ভয় সৃষ্টি হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ইলতুৎ মিশ বলেন, ডাকাতি বন্ধে পুলিশ কাজ করছে। এসব ঘটনায় জড়িতরা রেহাই পাবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর