রবিবার, ২২ মে, ২০২২ ০০:০০ টা

বেহাল সড়ক সংস্কার দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর চারঘাট উপজেলার ট্রাফিক মোড়-ক্যাডেট কলেজ সড়কটি সংস্কার শুরু হয়েছিল দেড় বছর আগে। বর্তমানে অর্ধেক অংশের কাজ শেষ হয়েছে। বাকি অংশে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গতকালও কর্দমাক্ত ওই সড়কে দুর্ঘটনার শিকার হন দুই শিক্ষার্থী। সড়কটির দ্রুত সংস্কার দাবিতে চারঘাট-বাঘা সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা চারঘাট-বাঘা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। পরে চারঘাট পৌর মেয়র একরামুল হক ঘটনাস্থলে গিয়ে সংস্কার কাজ দ্রুত শুরু করার আশ্বাস দিলে চলাচল স্বাভাবিক হয়।

 দীর্ঘদিন ধরে এ সড়কের অচল অবস্থা না কাটায় অবরোধ করা হয়েছে বলে জানান এলাকাবাসী। পৌর মেয়র একরামুল হক বলেন, স্থানীয় লোকজন অনেক দিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন। এ জন্য তারা কিছু সময় গাড়ি চলাচল বন্ধ রেখেছিলেন। এলাকাবাসী ও প্রকৌশল বিভাগের সঙ্গে কথা বলে গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়েছে। খুব দ্রুতই ওই সড়কের সংস্কার কাজ শুরু হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর