রবিবার, ২২ মে, ২০২২ ০০:০০ টা

গোপনে স্কুল কমিটি গঠনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের মিঠাপুকুরে নিজের পছন্দের লোক নিয়ে গোপনে বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিভাবক ও এলাকাবাসী এ কমিটি বাতিলের দাবিতে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা যায়, মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শীতলগাড়ী উচ্চ বিদ্যালয়ের কমিটির মেয়াদ সম্প্রতি শেষ হয়েছে। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক হাফিজুর রহমান কমিটি গঠনের সময় কোনো দাতা সদস্য, অভিভাবককে জানাননি। কোনো চিঠি এবং নোটিস বোর্ডে বিষয়টি প্রচার করেননি। নিজের পছন্দের চারজন অভিভাবককে নিয়ে গোপনে কমিটি গঠন করেন তিনি। প্রধান শিক্ষক বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তা সঠিক নয়। শিক্ষা বোর্ড থেকে তদন্ত করে গেছে। আশা করি সরকারি বিধি অনুয়ায়ী তদন্ত কমিটি রিপোর্ট দেবে।

সর্বশেষ খবর