রবিবার, ২২ মে, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ভাঙন মোকাবিলায় আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে : শামীম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, সারা দেশে নদীভাঙনকবলিত ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে স্থায়ী সমাধানের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু চট্টগ্রামেই ১৩টি প্রকল্পে ৭ হাজার ২০০ কোটি টাকার কাজ চলমান রয়েছে। বন্যা ও ভাঙন মোকাবিলায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। চট্টগ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দক্ষিণ-পূর্বাঞ্চল জোনের চলমান কাজের অগ্রগতি নিয়ে গতকাল কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শামীম বলেন, দুর্নীতি যাতে না হয় এবং কাজের গুণগত মান বজায় থাকে সেজন্য নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কাজের ব্যাপারে কোনো অনিয়ম, দুর্নীতি ও গাফিলতি সহ্য করা হবে না। এসব প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রামে নদীভাঙন অনেকাংশে কমে যাবে।

সর্বশেষ খবর