শিরোনাম
রবিবার, ২২ মে, ২০২২ ০০:০০ টা

নওগাঁয় আমের কেজি ২ টাকা

নওগাঁ প্রতিনিধি

কালবৈশাখীর তন্ডবে নওগাঁয় শত শত মণ আম ঝরে পড়েছে। জেলার সাপাহার, পোরশা, নিয়ামতপুর, পত্নীতলা, আত্রাই, রানীনগরের আমবাগানে ঝরে পড়া আম বিক্রি হচ্ছে মাত্র ২-৩ টাকা কেজিতে। বিপুল পরিমাণ আম ঝরে যাওয়ায় হতাশায় পড়েছেন স্থানীয় চাষিরা। স্থানীয় আম চাষিরা বলছেন, তাদের বাগানের ৩০ থেকে ৩৫ শতাংশ আম ঝরে গেছে। ন্যাংড়া, নাক ফজলি, আম্রপালি, বারি-৪ সহ বিভিন্ন জাতের আম ঝরে যাওয়ায় হতাশাগ্রস্ত হয়েছেন তারা। নওগাঁর আম ব্যবসায়ী মাহবুব আলম বলেন, ৮০ থেকে ১২০ টাকা মণ দরে আম কিনছি। এসব আম আচার কোম্পানিতে বিক্রি করব। সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্যাহ আল মামুন জানান, কৃষি দফতরের জরিপ অনুযায়ী পুরো উপজেলায় দুই শতাংশ আম ঝরে পড়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর