রবিবার, ২২ মে, ২০২২ ০০:০০ টা

আড়াইহাজারে শ্রমিক বিক্ষোভ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজারে মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। উপজেলার গোপালদী, দাইরাদী. উলুকান্দি, সদাসদি, গাজীপুরা, খাসেরকান্দি, দড়িবিশনন্দী, সদারদিয়াসহ আশপাশের কয়েক হাজার শ্রমিক গতকালের এ বিক্ষোভে অংশ নেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের রামচন্দ্রদী এলাকায় অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ মিল মালিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা কর্মসূচি স্থগিত করেন। আন্দোলনকারীরা জানায়, দ্রব্যমূল্যের অব্যাহত বৃদ্ধির ফলে সংসার চালানো কঠিন হয়ে দাঁড়িয়ছে। কারখানার মালিকদের কাছে প্রতি গজ গ্রে কাপড়ে এক টাকা করে মজুরি বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছিল। তাদের এই প্রস্তাবে মালিকরা একমত পোষণ করলেও বাস্তবায়নে সময়ক্ষেপণ করে চলছেন। তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

সর্বশেষ খবর