শুক্রবার, ২৭ মে, ২০২২ ০০:০০ টা

পাওনা দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাঙচুর

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জে বকেয়া পাওনার দাবিতে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছেন শ্রমিকরা। তারা প্রতিষ্ঠানের ৪৫টি গাড়িসহ কারখানার প্রায় সব সেকশনে ভাঙচুর করেন। উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁওয়ের ফকির ফ্যাশন গার্মেন্টসে বুধবার রাতে এ ঘটনা ঘটে।

রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, রূপগঞ্জ থানা পুলিশ ও শিল্পপুলিশ এসে শ্রমিকদের শান্ত করেন। আন্দোলনকারীরা জানান, ফকির ফ্যাশন গার্মেন্টসে ১৬ হাজার শ্রমিক কাজ করেন। কারখানা থেকে প্রতি মাসে প্রত্যেক শ্রমিককে ৩ হাজার টাকা শিফটিং অ্যালাউন্স দেওয়া হয়।

চলতি মাসের টাকা ১২ তারিখে পরিশোধের কথা থাকলেও গত বুধবার (২৫ মে) পর্যন্ত তা না দেওয়ায় তারা রাতে বিক্ষোভ শুরু করেন। এ সময় কয়েকজন কর্মকর্তা তাদের সঙ্গে অসদাচরণ করলে ভাঙচুর চালান।

নজরুল ইসলাম বাবু বলেন, ‘আমি মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। খুব তাড়াতাড়ি বিষয়টি সমাধান করা হবে।’ নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জৌতিময় সাহা বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।’

সর্বশেষ খবর