শনিবার, ২৮ মে, ২০২২ ০০:০০ টা

কুমিল্লা মহাসড়কে যানজটে যাত্রীদের হাঁসফাঁস

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মহাসড়কে যানজটে যাত্রীদের হাঁসফাঁস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া থেকে পেন্নাই পর্যন্ত ২ কিলোমিটার যানজট ছিল গতকাল। এ দিন সকাল থেকে যানবাহনের বাড়তি চাপ থাকায় মহাসড়কের ওই অংশে গাড়ির ধীরগতি ও জটলা দেখা গেছে। দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তীব্র গরমে যানজটে আটকে থাকা যানবাহনের চালক ও যাত্রীরা হাঁসফাঁস করেন।

ঢাকা থেকে কুমিল্লাগামী বাসচালক কামাল হোসেন বলেন, শুক্রবার ছুটির দিন হওয়ায় যানবাহনের চাপ বেশি। তাছাড়া ওই এলাকায় সড়কে গাড়ি দাঁড়িয়ে থাকে। ফলে থেমে থেমে এগোতে হয়েছে। চান্দিনা উপজেলার বরকরই গ্রামের লতিফুর রহমান বলেন, দ্রুত বাড়ি পৌঁছাতে সকালে ঢাকা থেকে বাসে ওঠেন তিনি। দাউদকান্দির বারপাড়ায় এসে যানজটে আটকা পড়েন। বারপাড়া থেকে গৌরীপুর বাসস্ট্যান্ড পৌঁছাতে ২ মিনিটের মতো সময় লাগার কথা। যানজটের কারণে লেগেছে আধা ঘণ্টার বেশি। চট্টগ্রাম থেকে আগত যাত্রী মো. নাসিরউদ্দিন জানান, যানজটের কারণে গতকাল দেড় ঘণ্টা একই জায়গায় গাড়ি থেকে ছিল। ফলে ভোগান্তি ও গরমে অতিষ্ঠ ছিলাম। দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট শাহাদাত হোসেন বলেন, ছুটির দিনে মহাসড়কে ব্যক্তিগত গাড়ি বেড়ে যায়। গণপরিবহনের সংখ্যাও ছিল বেশি। মহাসড়কের দাউদকান্দি অংশে কিছু সময় ধীরগতি ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর