সোমবার, ৩০ মে, ২০২২ ০০:০০ টা

শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্টে ভয়াবহ আগুন

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ প্ল্যান্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

খবর পেয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য উৎপাদন আশরাফুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে ওই ঘটনায় ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান জানান, আগুনের ঘটনায় কারণ অনুসন্ধানে প্রাথমিকভাবে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর প্রধান করা হয়েছে ব্যবস্থাপক তত্ত্বাবধায়ক এইচ এম মফিজ উদ্দিনকে। কমিটিকে আগামী চার কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অগ্নিকান্ডে  কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাবে না। তবে গ্যাস টারবাইন-২ এর ট্রান্সফরমারে আগুনের সূত্রপাত হয়। এতে মেইন এবং অক্সিলারি ট্রান্সফরমারটি পুড়ে গেছে। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, গতকাল সকাল ১০টায় বিদ্যুৎ কেন্দ্রে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

সর্বশেষ খবর