সোমবার, ৩০ মে, ২০২২ ০০:০০ টা

নৌকা তৈরিতে ব্যস্ত কারিগর

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

নৌকা তৈরিতে ব্যস্ত কারিগর

বর্ষা মৌসুম সামনে রেখে কালিয়াকৈরে ব্যস্ত সময় পার করছেন নৌকা কারিগররা। এক সময় নৌকা ছিল যোগাযোগের অন্যতম বাহন। বর্তমানে শুধু বর্ষাকালে নিম্নাঞ্চল ও বন্যাকবলিত এলাকায় মানুষের পারাপারে নৌকা ব্যবহার হয়। ফলে বর্ষাকালে নৌকার চাহিদাও বাড়ে। এজন্য নৌকার কারিগররা দিনরাত কাজ করে যাচ্ছেন। সরেজমিন গিয়ে জানা যায়, কালিয়াকৈর উপজেলার সীমারপাড় এলাকায় দীর্ঘদিন ধরে অর্ধশতাধিক মিস্ত্রি নৌকা তৈরি করে আসছেন। এবারও নৌকা তৈরি ও বিক্রয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন নৌকার কারিগররা। বর্ষায় বন্যাপ্রবণ এলাকাগুলোতে পানি বেড়ে গেলে গৃহস্থালির কাজে, খেয়া পারাপারে ছোট নৌকা, কোশা, ডিঙ্গি নৌকা, জেলেদের মাছ ধরার নৌকার চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। বর্ষার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কদরও বাড়ছে নৌকা ও নৌকা তৈরির কারিগরদের। বিগত দুই বছর বৈশ্বিক মহামারি করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন নৌকার কারিগররা। এ বছর ক্ষতি পুষিয়ে নিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তারা। কারিগর বিম সূত্রধর, দুলাল সূত্রধর, সুলিন সরকার ও নিল মহন জানান, পূর্বপুরুষ থেকে নৌকা তৈরি করে আসছি। তাই আমরাও নৌকা বানিয়ে জীবিকা অর্জন করি। নৌকা বিক্রির টাকা দিয়েই সংসার চলে। গত দুই বছর আমাদের ব্যবসার অবস্থার খুব খারাপ ছিল। এ বছর নৌকার বেশ চাহিদা রয়েছে, অর্ডার পাচ্ছি অনেক। তাই দিনরাত কাজ করছি।

সর্বশেষ খবর