সোমবার, ৩০ মে, ২০২২ ০০:০০ টা

সাইবার ক্রাইম বন্ধে মনিটরিং সেল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সাইবার ক্রাইম বন্ধে এবং ভুক্তভোগীদের সেবা দেওয়ার উদ্দেশে সাইবার মনিটরিং সেল গঠন করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং কিংবা প্রতারণা শিকার, একাউন্ট হ্যাকিং, অনলাইন ট্রেডিংয়ে প্রতারণার মতো ঘটনার শিকার লোকদের সেবা প্রদানের লক্ষ্যেই এ সেল গঠন করা হয়েছে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম। পুলিশ সুপার কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।

তরিকুল ইসলাম বলেন, সাত সদস্যের কমিটির নেতৃত্বে সাইবার মনিটরিং সেল চালু হয়েছে। সাইবার বুলিং, প্রতারণা, জিমেইল-ফেসবুক হ্যাকিং দমনে চব্বিশ ঘণ্টা আমাদের সাইবার পেট্রোলিং টিম চালু থাকবে।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনাদের সঙ্গে নিয়ে আমরা নারায়ণগঞ্জবাসীর দোরগোড়ায় এই সেবা পৌঁছে দিতে চাই।

সর্বশেষ খবর