মঙ্গলবার, ৩১ মে, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

শেখ হাসিনা ছাড়া উন্নয়ন সম্ভব নয় : হুইপ ইকবাল

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন বলে দেশে শিক্ষার হার বেশি। আর শিক্ষিত জাতি পারে একটি দেশকে উন্নত করতে। এ ছাড়া প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে সারা দেশে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুতের উন্নয়ন হওয়ায় দেশের মানুষেরও উন্নয়ন হয়েছে। তলাবিহীন ঝুড়ির দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পন্নভাবে গড়ে তুলেছে। মানুষ শান্তিতে আছে। মানুষের জীবনমান উন্নত হয়েছে। তাই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। গতকাল ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর সদরের আস্করপুর ইউপির খানপুর বাজার দাখিল মাদরাসার চারতলা একাডেমিক ভবন ও ৩ কোটি টাকা ব্যয়ে শংকরপুর ইউপির পাঁচকুড় দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন। এ সময় দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোমেনুল হক, শিক্ষাপ্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. শাহীনুর ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইমদাদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর