বৃহস্পতিবার, ২ জুন, ২০২২ ০০:০০ টা

নিম্নমানের ইটে হচ্ছে সড়ক

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নে আড়াই কোটি টাকা ব্যয়ে নিম্নমানের ইটে হচ্ছে তিন কিলোমিটার সড়ক। গাংনী উপজেলা এলজিইডির প্রকৌশলী নিম্নমানের ইটের কারণে সড়কের কাজ বন্ধের নির্দেশ দিয়েছে। কিন্তু সে নির্দেশ অমান্য করে ঠিকাদারি প্রতিষ্ঠান সেই ইটেই কাজ চালিয়ে যাচ্ছে। গাংনী উপজেলার কাথুলী গ্রামের মুচিবাড়ীর মোড় থেকে ধলা বিজিবি ক্যাম্প পর্যন্ত এলজিইডির অর্থায়নে ২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে তিন কিলোমিটার সড়ক পাকাকরণের কাজের বরাদ্দ পায় মেহেরপুরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গতকাল  দুপুরে কাজ পরিদর্শনে গিয়ে এলজিইডি গাংনী উপজেলা প্রকৌশলী সড়কের ডব্লিউবিএমে নিম্নমানের ইটের খোয়া ও এজিং এর কাজে নিম্নমানের ইট ব্যবহার হচ্ছে দেখে কাজ বন্ধ রেখে খোয়া অপসারণের নির্দেশ দেন। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান খোয়া অপারেশন না করে কাজ চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে কাজের দেখভালের দায়িত্বে থাকা এলজিইডির ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মহিবুল ইসলাম বলেন, আমাকে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ঠিকাদারকে জানিয়ে দিয়েছি। ঠিকাদার যদি নির্দেশ না মানেন তাহলে ঠিকাদারের সঙ্গে মারামারি করতে পারি না। তিনি জানান, কত টাকার কাজ ও কত কিলোমিটার কাজ তিনি জানেন না।

সর্বশেষ খবর