বৃহস্পতিবার, ২ জুন, ২০২২ ০০:০০ টা

জিডি করেও বাঁচতে পারলেন না

নাটোর প্রতিনিধি

প্রাণনাশের ভয়ে গত ২২ মে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন রাকিব হোসেন (২৫)। জিডির ৯ দিনের মাথায় খুন হন তিনি। গতকাল নাটোর রেলওয়ে স্টেশন ওভারব্রিজ থেকে রাকিবের লাশ উদ্ধার করে পুুলিশ। নিহত রাকিব নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল বেলা ১১টার দিকে শহরের চকবৈদ্যনাথ এলাকার বাসা থেকে রাকিবকে স্থানীয় দুই যুবক ডেকে নিয়ে নাটোর রেলওয়ে ওভারব্রিজের ওপর নিয়ে যান। সেখানে রাকিবের সদ্য তালাকপ্রাপ্ত স্ত্রীর সাবেক স্বামী কাটা রাসেলসহ কয়েকজন যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে নাটোর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। রাকিবের পরিবার জানায়, গত ১২ মে রাতে সন্ত্রাসী কাটা রাসেলের সাবেক স্ত্রীর লাবণ্য সিদ্দিকা ওরফে সাথীর সঙ্গে বিয়ে হয়ে রাকিবের। বিয়ে পরে স্ত্রী ইয়াবা আসক্ত ও কারবারি জানতে পেরে গত ১৭ মে তাকে তালাক দেন রাকিব।

সর্বশেষ খবর