শুক্রবার, ৩ জুন, ২০২২ ০০:০০ টা

৬২ বছরেও হয়নি সেতু

রাঙামাটি প্রতিনিধি

৬২ বছরেও হয়নি সেতু

সেতু না থাকায় ফেরিতে নদী পারাপার -বাংলাদেশ প্রতিদিন

রাঙামাটির প্রত্যন্ত ও দুর্গম উপজেলা রাজস্থলী। পর্যটন, মৎস্য, কৃষি ও জুম চাষের জন্য ব্যাপক পরিচিত এ উপজেলা। দারুণ সম্ভাবনা থাকলেও পরিবর্তন হয়নি এখানকার বাসিন্দাদের ভাগ্য। সড়ক যোগাযোগব্যবস্থা নাজুক থাকায় থমকে আছে এ উপজেলার উন্নয়ন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৬০ সালে কর্ণফুলী নদীর ওপর কাপ্তাই বাঁধ দেওয়ার পর বিচ্ছিন্ন হয়ে যায় রাজস্থলী উপজেলা। তখন থেকে কাপ্তাই উপজেলার সঙ্গে একটি সংযোগ সেতুর দাবি জানিয়ে আসছিল রাজস্থলীবাসী। দীর্ঘদিনের দাবি থাকলেও তা আলোর মুখ দেখেনি। রাজস্থলীর স্থানীয় বাসিন্দা সাংবাদিক আজগর আলী বলেন, রাঙামাটি জেলার বিরাট অংশজুড়ে রাজস্থলী উপজেলার অবস্থান। শুধু একটি সেতুর অভাবে পিছিয়ে আছে এ উপজেলা। রাঙামাটি শহরে যেতে হলে রাজস্থলী থেকে ফেরিতে করে কাপ্তাই যেতে হয়। ফেরি পারাপারে পোহাতে হয় চরম ভোগান্তি। ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় হয় ফেরির জন্য। এ ছাড়া রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সড়কের ওপর দিয়ে যেতে হয় বান্দরবান। সড়ক যোগাযোগ না থাকায় পর্যটকদেরও ভোগান্তির শেষ নেই। রাজস্থলীর সেতু হলে সড়ক যোগাযোগ সুগম হবে রাঙামাটি-কাপ্তাই-রাঙ্গুনিয়া-বান্দরবানের। রাজস্থলীর বাঙ্গালহালিয়া বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম বলেন, রাজস্থলী কৃষি সম্ভাবনাময় উপজেলা। এ উপজেলার কৃষিপণ্য রাঙামাটি শহর-চট্টগ্রাম ও ঢাকায় যায়। কিন্তু ফেরি ভোগান্তির কারণে অনেক কৃষক তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে পারে না। কর্ণফুলীর ওপর সংযোগ সেতু করা হলে এ ভোগান্তি কমে যেত। একই কথা জানান আরেক ব্যবসায়ী হাসান। তিনি বলেন, রাজস্থলী উপজেলার অনেক মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ কিংবা ঢাকায় যেতে হয়। অনেকে ফেরি পারাপারে বিড়ম্বনার কারণে যেতে চান না। শিক্ষার্থীরা বেশি ভোগান্তির শিকার হয়। কাপ্তাই-রাজস্থলী উপজেলার সঙ্গে সংযোগ সেতু হলেও এসব সমস্যা থাকবে না। রাঙামাটি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কর্মকর্তা        আরিফুর রহমান বলেন, কয়েক বছর আগে এ সংযোগ সেতু নির্মাণের প্রস্তাব অনুমোদন হয়েছিল। কিন্তু কেন এ প্রক্রিয়া থমকে আছে আমার জানা নেই। সংশ্লিষ্টরা বলছেন, রাঙামাটির কাপ্তাই-রাজস্থলী সংযোগ সেতু এখন সময়ের দাবি। একটি সেতুতে বদলে যাবে সুবিধাবঞ্চিত রাজস্থলী উপজেলার চিত্র।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর