শুক্রবার, ৩ জুন, ২০২২ ০০:০০ টা

বলগেট ডুবে শ্রমিক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাকেরগঞ্জ উপজেলার তুলাতলা নদীতে বালু বোঝাই একটি বলগেট ডুবে গেছে। এ সময় বলগেটে থাকা তিন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মিলন মোল্লা (২০) নামে একজন নিখোঁজ হয়েছেন। গতকাল ভোর রাতে উপজেলার ইমামকাঠি বালিগ্রাম খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মিলন উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হীরাধর গ্রামের কালাম মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতভর তুলাতলা নদী থেকে বালু উত্তোলনের পর ওই নদীর বালিগ্রাম খেয়াঘাট এলাকায় বলগেট নোঙর করে রাখে শ্রমিকরা। ভোর রাতে নদীতে ভাটা শুরু হলে বলগেটটি কাত হয়ে ডুবে যায়। এ সময় বলগেটের তিন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ইঞ্জিন রুমে ঘুমন্ত মিলন মোল্লা নিখোঁজ হন। খবর পেয়ে বরিশাল দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। বেলা সাড়ে ১২টার দিকে তারা বলগেটের সন্ধান পেলেও নিখোঁজ মিলনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

বাকেরগঞ্জের ইউএনও সজল চন্দ্র শীল জানান, নিখোঁজ শ্রমিকের সন্ধানে নদীতে তল্লাশি অব্যাহত রয়েছে। সরকারিভাবে তার পরিবারকে সহায়তা করা হবে।

সর্বশেষ খবর