শুক্রবার, ৩ জুন, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আগামী বছর যমুনায় বাঁধের কাজ শুরু হবে : জাহিদ ফারুক

টাঙ্গাইল প্রতিনিধি

যমুনার অব্যাহত ভাঙন রোধে স্থায়ী বাঁধের জন্য আগামী বছর বন্যার আগেই টাঙ্গাইল অংশে বাঁধের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। প্রতিমন্ত্রী গতকাল সকালে টাঙ্গাইলের যমুনা নদীর ভাঙন পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, নদীভাঙন রোধে একটি প্রকল্প দিয়েছি যা ইতোমধ্যে একনেকে পাস হয়েছে। এই বর্ষার আগে কাজ শুরু করতে না পারলেও আগামী বর্ষার আগে শুরু করা হবে। কাজ শেষ হলে এ নদীভাঙন থাকবে না। এ নদীতে আমরা স্পার  দেব যাতে ঢেউ এসে আবার ভাঙন শুরু না হয়। এখানে আমাদের সমীক্ষা হচ্ছে যাতে করে সবকিছু বোঝার পর কাজ শুরু করতে পারি। এ সময় তার সঙ্গে ছিলেন টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাজাহান আনসারী ও পাউবোর নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলামসহ বিভিন্ন স্তরের লোকজন।

সর্বশেষ খবর