শুক্রবার, ৩ জুন, ২০২২ ০০:০০ টা
সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী

অনলাইনের আওতায় আসছে ইটিপি বায়ুদূষণ রোধে হচ্ছে বিধিমালা

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, শিল্পকারখানার বর্জ্য পরিশোধন কেন্দ্র বা ইটিপি (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট) অনলাইন ব্যবস্থাপনার আওতায় আসছে। এ ছাড়া বায়ুদূষণ রোধে একটি বিধিমালা প্রণয়ন করা হচ্ছে। গতকাল সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, শিল্পকারখানাগুলোয় ইটিপি স্থাপনের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু কোনো কোনো শিল্পকারখানা ইটিপি স্থাপন করলেও সেগুলো চালু রাখে না বলে অভিযোগ রয়েছে। ইটিপি অনলাইনের আওতায় এলে সেগুলো চলছে, না বন্ধ আছে তা সরকার দূর থেকেই জানতে পারবে। প্রায় প্রতি বছর ঢাকার বাতাস দূষণের শীর্ষে থাকছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শাহাব উদ্দিন বলেন, ‘আমাদের দেশ, ভারত, পাকিস্তানসহ এ উপমহাদেশের বায়ু দূষিত হয়। দেখা যায়, কখনো বাংলাদেশ এক নম্বরে, কখনো দিল্লি, আবার কখনো পাকিস্তানের করাচি এক নম্বরে থাকে। আমরা এরই মধ্যে বায়ুদূষণ রোধে একটি বিধিমালা করতে যাচ্ছি। এটি আগামী সংসদে পাস হলে বায়ুদূষণ রোধ করতে সরকারের যা করণীয় তাতে হাত দেব। আমরা এরই মধ্যে সে কাজ করে যাচ্ছি।’ বিধিমালায় কী থাকছে- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমাদের পরিবেশ আইন আছে, সেটার সঙ্গে আমরা পরিবেশ দূষণমুক্ত করতে একটি বিধিমালা প্রণয়ন করব। এ ছাড়া বায়ু দূষিত হচ্ছে যেসব কারণে সেগুলো বন্ধ করতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিস্তারিত থাকবে বিধিমালায়। বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিমাপ যন্ত্র আমরা বসিয়েছি। এতে আমরা জানতে পারছি কী পরিমাণে কোথায় দূষণ হচ্ছে। আপনারা জানেন যে আমাদের উন্নয়নমূলক কাজ চলছে। এ কাজের জন্য কিছু বায়ুদূষণ হয়। গাড়ির কালো ধোঁয়া, ইন্ডাস্ট্রি ও ইটভাটাগুলো বায়ুদূষণের জন্য দায়ী। ইটভাটাগুলোকে আমরা এরই মধ্যে নিয়ন্ত্রণে এনেছি। আমরা ২০২৫ সালে ব্লক ইটে চলে যাব। এতে দূষণ অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। গাড়ির কালো ধোঁয়ার বিষয়ে আমাদের পরিবেশ অধিদফতরের আওতায় একটি প্রকল্প নেওয়া হয়েছে। এর অধীনে কালো ধোঁয়া পরিমাপ যন্ত্র বসিয়ে সেটাকে মাপা হবে। এটার তথ্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ে দেওয়া হবে, যেন সেই গাড়ি আর ফিটনেস না পায়। এ ব্যবস্থা আমরা নিচ্ছি।’

শাহাব উদ্দিন বলেন, ‘কালো ধোঁয়া, ইটের কালো ধোঁয়া, উন্নয়নের কারণে দূষণ এবং ইন্ডাস্ট্রিগুলো যে দূষণ করছে এর পুরোটাকেই আমরা ইটিপির আওতায় নিয়ে আসব এবং অনলাইনে নিয়ে আসব, যেন অফিসে বসেই দেখা যায় ইটিপিগুলো চালানো হচ্ছে কি না।’

সর্বশেষ খবর