শুক্রবার, ৩ জুন, ২০২২ ০০:০০ টা
টাকা আত্মসাৎ

চার প্রকৌশলীসহ আটজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

নিজস্ব প্রতিবেদক

ভুয়া প্রকল্পের নামে টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা জেলা পরিষদের চার প্রকৌশলীসহ আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল ঢাকার বিশেষ জজ আদালতে সংস্থাটির উপ-পরিচালক মো. আবদুল মাজেদ চার্জশিটটি দাখিল করেন। দুদক সূত্র জানায়, ২০১টি ভুয়া প্রকল্পের নামে ১ কোটি ৯১ লাখ ৫৪ হাজার ৭০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। যে আট ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে তারা হলেন- ঢাকা জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. নূর নবী পাঠান, উপ-সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, মো. হারুন-অর-রশিদ, এম এ ফারুক লস্কর, হিসাবরক্ষক মো. গোলাম মোস্তফা, ঢাকা নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়ন পরিষদের সচিব মো. ফিরোজ আলম, স্থানীয় বাসিন্দা মাহবুবুর রহমান মনি এবং শেখ মো. রাছেল। তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে ঢাকা জেলা পরিষদের নামে ২০১টি প্রকল্প অনুমোদন করেন। এজাহারে মামলার ৪১টি ভুয়া প্রকল্পের প্রমাণ পাওয়া গেলেও তদন্তে আরও ১৬০টি ভুয়া প্রকল্পের খোঁজ পাওয়া যায়।

সর্বশেষ খবর