শনিবার, ৪ জুন, ২০২২ ০০:০০ টা

বগুড়া শহর দাপিয়ে বেড়াচ্ছে রিকশা

সৃষ্টি হচ্ছে যানজট, অভিযানে নামছে প্রশাসন

আবদুর রহমান টুলু, বগুড়া

বগুড়া শহর দাপিয়ে বেড়াচ্ছে রিকশা

বগুড়া শহর দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ২০ হাজার রিকশা। ফলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। দুর্ভোগ পোহাচ্ছেন শহরবাসী। মানুষের ভোগান্তি লাঘবে যানজট নিরসনে মাঠে নামছে জেলা প্রশাসন। যানজট নিয়ন্ত্রণে রিকশার জন্য একমুখী সড়ক করে দিয়ে মূল শহরে চলাচল করবে ব্যাটারি চালিত ছয় আসনবিশিষ্ট ইজিবাইক। মূল শহরে কোনো রিকশা চলাচল করবে না। এজন্য পৌরসভার পক্ষ থেকে দুই হাজার ইজিবাইককে রেজিস্ট্রেশন দেওয়া হবে। জানা যায়, বগুড়া শহরের সড়কগুলো দীর্ঘদিনেও সম্প্রসারণ হয়নি। ফলে প্রতিদিনই যানজট লেগে থেকে। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে ব্যয় হয় অতিরিক্ত সময়। সংযোগ সড়ক না থাকায় শহরের ওপর দিয়ে চলাচল করতে হয় প্রায় ২০ হাজার রিকশা, দুই হাজার ইজিবাইক, দুই হাজার সিএনজিচালিত অটোরিকশা, প্রায় ১০ হাজার মোটরসাইকেল, তিন শতাধিক প্রাইভেট কার। এই হিসেবে মূল শহরের মধ্যে দিয়ে প্রতিদিন প্রায় ৩৪ হাজার ৩০০ যানবাহন চলাচল করে। এতে শহরের সব সড়কেই কমবেশি যানজট সৃষ্টি হয়। এবার জেলা প্রশাসন থেকে অবৈধ যানবাহন চলাচল বন্ধে পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মূল শহরে প্রবেশ করতে পারবেনা কোন চার্জার রিকশা। শহরের মূল সীমানা হিসেবে দক্ষিণে পিটিআই স্কুল মোড় থেকে উত্তরে দত্তবাড়ি, পশ্চিমে রেলওয়ে স্টেশন থেকে পূর্বে চেলোপাড়া স্ট্যান্ড এবং সুত্রাপুর পশু হাসপাতাল মোড়, বাদুড়তলা মোড় এবং জেল খানা মোড় এলাকা চিহ্নিত করা হয়েছে। এছাড়া শহরের মাটিডালি থেকে বনানী পর্যন্ত টাউন সার্ভিস চালু করা হবে। মূল শহরের মধ্যে চলাচল করবে ব্যাটারিচালিত ছয় আসনের ইজিবাইক। ৪৫ দিনের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করে ১৫ জুলাই ইজিবাইক চলাচলের সিদ্ধান্ত কার্যকর করা হবে। এজন্য প্রাথমিকভাবে দুই হাজার ইজিবাইককে দেওয়া হবে রেজিস্ট্রেশন। দুই হাজার রেজিস্ট্রেশন দেওয়া হলেও প্রতিদিন চলবে এক হাজার ইজিবাইক এবং অপর এক হাজার ইজিবাইক বন্ধ থাকবে। পরের দিন বন্ধ থাকা ইজিবাইকগুলো আবার চলাচল করবে। জেলা প্রশাসনের এক সভায় যানজট নিরসনে স্বল্প মেয়াদি, মধ্য মেয়াদি এবং দীর্ঘ মেয়াদি মোট ২১টি সুপরিশ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহ্ উদ্দিন আহমেদ।  জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, বগুড়া শহরে যানজট নিরসনে খুব শীঘ্রই নীতিমালা করে মাঠে নামা হবে। বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেন, লাইসেন্সের নীতিমালা অনুযায়ী যারা নিজেরাই মালিক ও চালক তাদেরই সেইসব ইজিবাইকের রেজিস্ট্রেশন দেওয়া হবে। আগামী ৪৫ দিনের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করা হবে।

সর্বশেষ খবর