শনিবার, ৪ জুন, ২০২২ ০০:০০ টা

বিরামহীন প্রচারণায় প্রার্থীরা প্রতিশ্রুতির ফুলঝুরি

খানসামা উপজেলা উপনির্বাচন

দিনাজপুর প্রতিনিধি

জমে উঠেছে দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের উপনির্বাচনের প্রচার-প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে বিরামহীন ছুটে চলেছেন প্রার্থী, সমর্থক ও কর্মীরা। পোস্টারে ছেয়ে গেছে প্রতিটি ওয়ার্ড, অলিগলি। কাকে নির্বাচিত করলে হবে উপজেলার উন্নয়ন-এ নিয়ে হোটেলে চায়ের আড্ডায় হচ্ছে চুলচেরা বিশ্লেষণ। রোদ-বৃষ্টি উপেক্ষা করে চায়ের স্টলসহ হাট-বাজারে গণসংযোগ করছেন প্রার্থীর। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। খানসামা উপজেলা পরিষদ উপনির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত সফিউল আযম চৌধুরী লায়ন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ (আনারস), জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল ইসলাম প্রধান (মোটরসাইকেল) ও বীর মুক্তিযোদ্ধা আব্বাস আরেফিন শাহ (হেলিকপ্টার)। রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহিনুর রহমান প্রামাণিক বলেন, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু হাতেম ইন্তেকাল করলে এ আসনটি শূন্য হয়। ২৫ এপ্রিল উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১৫ জুন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হবে।

সর্বশেষ খবর