রবিবার, ৫ জুন, ২০২২ ০০:০০ টা

আমের দাম নিয়ে হতাশা

মাহবুবুল হক পোলেন, মেহেরপুর

আমের দাম নিয়ে হতাশা

কম বৃষ্টিপাত ও দাবদাহে অনেক বাগানের আমের গুটি আগেই ঝরে গেছে। তাই মেহেরপুরে এবার আমের পর্যাপ্ত ফলন হয়নি। ভালো ফলন না হওয়ায় এ বছর আমের ভালো দাম না পাওয়ায় হতাশ বাগান মালিকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, মেহেরপুরে প্রায় দুই হাজার ৩৫০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৮ হাজার ৭৫৯ মেট্রিক টন। তবে ফলন বিপর্য়য়ে এ লক্ষ্যমাত্রার অর্ধেকও পূরণ হবে না বলে কৃষি বিভাগ মনে করে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ছোট্ট এ জেলায় উৎপাদিত হয় সবচেয়ে সুস্বাদু আম। উৎপাদিত আমের মধ্যে হিমসাগর, বোম্বাই, ল্যাংড়া, আম্রপালি প্রসিদ্ধ। জেলার বড়বাজারের আম চাষি ইনতাজ আলী বলেন, সঠিক সময়ে বৃষ্টি না হওয়া ও বালাইনাশক কাজ না করায় আমের ব্যাপক ফলন বিপর্যয় হয়েছে। তবে এ বছর চাহিদা থাকায় বাজারে দাম ভালো রয়েছে। ভালো মানের প্রতি মণ আম ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। আমঝুপি গ্রামের বাগান মালিক ও আম চাষি রায়হানুজ্জামান জানান, এ বছর আমের যে লক্ষ্যমাত্রা ছিল তার অর্ধেক আমও গাছে নেই। যে গাছে গত বছর ১৩ থেকে ১৪ মণ আম হয়েছে। সেই গাছে চার থেকে পাঁচ মণ আম পাওয়া যাচ্ছে। ফরিদপুর থেকে আম নিতে আসা ব্যবসায়ী সিদ্দিকুর রহমান বলেন, সারা দেশে মেহেরপুরের আমের চাহিদা রয়েছে। তাই প্রতিবছর এ জেলায় আম কিনতে আসি। এবার আমের দাম ভালো কিন্তু চাহিদা অনুযায়ী আম পাওয়া যাচ্ছে না। মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সামসুল আলম জানান, স্বাভাবিকের চেয়ে তুলনামূলক কম বৃষ্টিপাত হওয়ায় অনেক বাগানের আমের গুটি আগেই ঝরে গেছে। তাই এবছর আমের ফলন ভালো হয়নি। ২৫ মে থেকে গুটি ও বোম্বাই জাতের আম সংগ্রহ করছেন ব্যবসায়ী ও বাগান মালিকরা। উন্নত জাতের আমের মধ্যে ২৮ মে থেকে মেহেরপুরের বিখ্যাত হিমসাগর এবং ৫ জুন থেকে গোপালভোগ সংগ্রহ শুরু হয়েছে। তিনি আরও জানান, উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে কাঁচামাল সংরক্ষণাগারের বিষয়ে। তাহলে কৃষকরা আমসহ নানান কাঁচামাল ইচ্ছামতো বিক্রি করতে পারবেন। জেলা প্রশাসক ড. মনসুর আলম খান জানান, জেলা প্রশাসন কৃষি বিভাগ, কোনো চাষি বা ব্যবসায়ী কেমিক্যাল দিয়ে আম পাকিয়ে বাজারজাত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত প্রস্তুত রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর