সোমবার, ৬ জুন, ২০২২ ০০:০০ টা

নিম্নমানের সামগ্রীতে সড়ক নির্মাণের অভিযোগ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

নিম্নমানের সামগ্রীতে সড়ক নির্মাণের অভিযোগ

কুমিল্লার দাউদকান্দির দুটি  নির্মাণাধীন সড়কে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় এলাকাবাসী বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পরও পুনরায় কাজ শুরু করলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে এলাকাবাসী গত শনিবার সড়ক দুটি বাতিল করে পুনরায় দরপত্র আহ্বান করে সড়ক নির্মাণ করার আহ্বান করেন। লিখিত অভিযোগের পর একপর্যায়ে চাপের মুখে কুমিল্লা প্রকৌশল বিভাগ একটি কাজ বাতিল এবং অন্যটির ইট-সুরকিসহ বিভিন্ন সামগ্রী পরিবর্তন করে নতুন মালামাল এনে নির্মাণের নির্দেশ দেন ঠিকাদারকে। কর্তৃপক্ষ মালামাল পরিবর্তন করে পুনরায় সড়ক নির্মাণ করার কথা বললেও ঠিকাদার তা আমলে না নিয়ে নিজের মনগড়া কাজ করছেন বলে এলাকাবাসী জানান। সম্প্রতি এলাকাবাসী এলজিইডির প্রধান প্রকৌশলী বরাবরে লিখিত অভিযোগ করার পর এ দুটি সড়কের প্রকল্প পরিচালক মোজাম্মেল হক সড়ক পরিদর্শন করেন। নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে- এ অভিযোগ প্রসঙ্গে কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মির্জা মোহাম্মদ ইফতেখার আলী বলেন, দাউদকান্দি উপজেলার দৈয়াপাড়া, চরমোহাম্মদী-নীলকুঠি সড়কের কাজ বাতিল করা হয়েছে।

সর্বশেষ খবর