মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ০০:০০ টা

বসুন্ধরার খাদ্য সহায়তা পেল আরও ৫ হাজার পরিবার

সুনামগঞ্জ প্রতিনিধি

বসুন্ধরার খাদ্য সহায়তা পেল আরও ৫ হাজার পরিবার

সুনামগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে বিতরণের জন্য আরও ৫ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী দিয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। এর আগে জেলার বন্যাদুর্গত ৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বসুন্ধরা। জেলা পুলিশ লাইনসে গতকাল দুপুরে পুলিশ সুপার মিজানুর রহমানের কাছে এ খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়। এ সময় বন্যাদুর্গত এক নারীর হাতে খাদ্যদ্রব্য তুলে দিয়ে সহায়তা বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার। উল্লেখ্য, জেলা পুলিশের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন উপজেলায় এ সহায়তাসামগ্রী বিতরণ করা হবে। বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলালের সঞ্চালনায় হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখর ভদ্র, নিউজ২৪-এর জেলা  প্রতিনিধি বুরহান উদ্দিন, বাংলানিউজের জেলা প্রতিনিধি আশিকুর রহমান পীর, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি কর্ণবাবু দাস। পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, বসুন্ধরা গ্রুপ বন্যাদুর্গতদের সহায়তা দেওয়ায় তাদের ধন্যবাদ জানাই। দুর্যোগে এমন উদ্যোগ নিয়ে তারা প্রমাণ করেছেন তারা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, বন্যায় সুনামগঞ্জের কয়েক উপজেলার মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা এই খাদ্য সহায়তা পেলে উপকৃত হবেন।

সর্বশেষ খবর