মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ০০:০০ টা

ভরা মৌসুমে মেঘনায় ইলিশের আকাল

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রায়পুর উপজেলার মেঘনা নদীতে মিলছে না কাক্সিক্ষত ইলিশ। ১ মে থেকে জাল, নৌকা, ট্রলারসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে উপজেলার প্রায় সাড়ে ৭ হাজার জেলে ইলিশ ধরতে মেঘনায় নামেন। তারা নদীতে জাল ফেললেও ধরা পড়ছে না রুপালি ইলিশ। ভরা মৌসুমে মেঘনায় ইলিশের এমন আকাল থাকায় বিপাকে পড়েছেন জেলেরা। অনেকে বলছেন, এবার ব্যাপকহারে জাটকা নিধন হওয়ায় জালে ইলিশ ধরা পড়ছে না। সামান্য কিছু ধরা পড়লেও দাম অনেক বেশি হওয়ায় সাধারণ ক্রেতারা কিনতে পারছেন না। রায়পুরায় প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১৭০০ থেকে ১৮০০ টাকা।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদী ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এ এলাকায় গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছিল সরকার। নিষেধাজ্ঞা শেষে ইলিশের আশায় কোমর বেঁধে নদীতে নামেন জেলেরা। কয়েকটি মাছঘাটে দেখা যায়, দূর-দূরান্ত থেকে পাইকাররা এসে ইলিশ কিনতে না পেরে খালি হাতে ফিরে যাচ্ছেন। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, এ মাসের শেষ দিকে নদীতে প্রচুর ইলিশ ধরা পড়বে।

সর্বশেষ খবর