মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ০০:০০ টা

সিলেটে দ্রুত বাড়ছে নদীর পানি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বৃষ্টিপাত অব্যাহত থাকায় সিলেটে দ্রুত বাড়ছে নদীর পানি। ফলে ফের বন্যার শঙ্কা আরও প্রবল হচ্ছে। সবকটি নদীর পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে। তবে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে যে কোনো সময় পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। সিলেট পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গতকাল সুরমা নদীর কানাইঘাট ও সিলেট এবং কুশিয়ারা নদীর শেওলা ও শেরপুর পয়েন্টে যথাক্রমে ১৩৫, ১৬৫, ৪২ ও ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া উজানে ভারতের আসাম ও মেঘালয়ের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ায় সুরমা ও কুশিয়ারাসহ জেলার সবকটি নদীতে পানি বৃদ্ধি পায়। এদিকে, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আগের ভাঙন দিয়ে অনেক স্থানে পানি প্রবেশ করেছে।

 

সর্বশেষ খবর