মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ০০:০০ টা

সড়কের পাশে ময়লার স্তূপ

ঠাকুরগাঁও প্রতিনিধি

সড়কের পাশে ময়লার স্তূপ

ঠাকুরগাঁও শহরের বিভিন্ন সড়কের পাশে রয়েছে ময়লার স্তূপ। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় যেখানে-সেখানে ফেলা হচ্ছে আবর্জনা। এতে বাসস্ট্যান্ড, বাসাবাড়িসহ ব্যস্ততম বিভিন্ন সড়কের পাশে তৈরি হয়েছে ছোট-বড় ভাগাড়। এসব সড়ক ব্যবহারকারীকে নাকে কাপড় চেপে চলাচল করতে হচ্ছে।

সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় দুর্গন্ধে নাজেহাল পৌরবাসী। যত্রতত্র ময়লা ফেলায় বর্ষাকালে সৃষ্টি হয় জলাবদ্ধতা। দূষিত হয় পরিবেশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ময়লা ফেলার স্থান সরিয়ে নেওয়ার দাবি জানানোর পরও ব্যবস্থা নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ। গতকাল পৌর শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায়, শহরে প্রবেশপথের সেনুয়া ব্রিজ, মুসলিমনগর, ডিসি পার্ক, টাঙ্গন ব্রিজ, সত্যপীর ব্রিজ এলাকায় রাস্তার পাশে ময়লার স্তূপ। খোলা স্থানে ফেলা এসব আবর্জনা থেকে দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পরিবেশ দূষিত হচ্ছে। বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বাসচালক নাজমুল হাসান জানান, শহরের এ স্থানে এলেই আর সামনে যেতে মন চায় না। সড়কটি পার হতে অনেক কষ্ট হয়। পচা দুর্গন্ধে মাঝে মাঝে বমি চলে আসে। শহরে কাজ করতে আসা আরিফ হোসেন বলেন, প্রতিদিন শহরে যাওয়ার জন্য এ সড়ক দিয়ে চলাচল করতে হয়। গোবিন্দনগরে এলে উৎকট গন্ধে নাক চেপে চলতে হয়। ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহমেদ বলেন, খোলা জায়গায় ফেলা ময়লার দুর্গন্ধ নানা রোগের কারণ হতে পারে। সঠিক পরিকল্পনায় ময়লা-আবর্জনা ফেলা উচিত। তা না হলে স্বাস্থ্যঝুঁকি বাড়বে। পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা বলেন, পৌরসভার প্রবেশদ্বারে বড় খাল থাকায় সেখানে ময়লা ফেলা হচ্ছিল। দ্রুত সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়া হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর