মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ০০:০০ টা

৩০ হাজার শিশু স্বাভাবিক জীবনে

গাজীপুর প্রতিনিধি

দেশে ১৩ বছরে বাঁকা পা নিয়ে জন্ম নেওয়া প্রায় ৩০ হাজার শিশুকে চিকিৎসা দিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে। অস্ট্রেলিয়ান এইডের আর্থিক সহায়তায় দ্য গ্লেনকো ফাউন্ডেশন পরিচালিত ‘ওয়াক ফর লাইফ’ প্রকল্পের উদ্যোগে এসব শিশুদের চিকিৎসা দিচ্ছে। ওই প্রকল্পের উদ্যোগে গতকাল গাজীপুরে পালিত হয়েছে ‘বিশ্ব ক্লাবফুট দিবস’। এ উপলক্ষ্যে গাজীপুরের প্রকৌশল ভবনে ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি, আর্থিক সহায়তা ও বিভিন্ন উপকরণ বিতরণের আয়োজন করা হয়।

ক্লাবফুট বা পায়ের পাতা বাঁকা (মুগুর পা) শিশুদের চিকিৎসায় বিশ্বব্যাপী সমাদৃত পনসেটি পদ্ধতিটির উদ্ভাবক ডা. পনসেটির জন্মদিন উপলক্ষ্যে প্রতি বছর বিশ্ব ক্লাবফুট দিবস পালন করা হয়। এ দিবসের লক্ষ্য ক্লাবফুট এবং এর চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। ওয়াক ফর লাইফ প্রকল্পের গাজীপুরের পরিচালক ও পনসেটি চিকিৎসক ডা. মো. জামিল হোসেন জানান, ২০০৯ সালে সর্বপ্রথম বাংলাদেশে এ পদ্ধতিতে চিকিৎসা প্রদান শুরু হয়। এ পর্যন্ত সারা দেশে ৩০ হাজার মুগুর পা শিশুদের চিকিৎসা প্রদান করা হয়েছে, যাদের মধ্যে ২০১০ সাল থেকে এ পর্যন্ত গাজীপুরে চিকিৎসা দেওয়া হয়েছে ৮৫০ জন শিশুকে। শূন্য থেকে তিন বছর বয়সের শিশুদের পাঁচ বছর বয়স পর্যন্ত চিকিৎসা প্রদান করা হয় এবং এরপর থেকে একজন শিশু পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। প্রতি বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত গাজীপুর শহরের প্রকৌশল ভবনের পঞ্চম তলায় অবস্থিত কার্যালয়ে এ চিকিৎসা প্রদান করা হয়। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা অনুষ্ঠান, খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে ১২টি দরিদ্র শিশুর পরিবারকে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পনসেটি চিকিৎসক ডা. মো. জামিল হোসেন, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা আবুল হাসনাত ও ব্যবসায়ী সাধন সরকার প্রমুখ।

সর্বশেষ খবর