বুধবার, ৮ জুন, ২০২২ ০০:০০ টা

নির্মাণাধীন সেতু ধসে এক শ্রমিক নিহত, আহত ৫

গাজীপুর প্রতিনিধি

নির্মাণাধীন সেতু ধসে এক শ্রমিক নিহত, আহত ৫

কালীগঞ্জে গতকাল নির্মাণাধীন একটি  সেতু ধসে পড়েছে। এ সময় সেতুর নিচে চাপা পড়ে মারা গেছেন এক নির্মাণশ্রমিক। আহত হয়েছেন আরও পাঁচজন। ফায়ার সার্ভিস কর্মীরা রাতে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করেছেন। তার নাম লিয়াকত প্রামাণিক (৩০)। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নাগরহা এলাকার ছাত্তার প্রামাণিকের ছেলে। আহত শ্রমিক ও স্থানীয়রা জানান, কয়েক মাস ধরে কালীগঞ্জের বক্তারপুর-বড়নগর বাইপাস সড়কের মোহানী এলাকার সুবাইদা খালের ওপর সেতুর নির্মাণকাজ চলছে। গতকাল বিকালে বৃষ্টির মধ্যে ৮-১০ জন শ্রমিক ঢালাইয়ের কাজ করছিলেন। এ সময় গার্ডার ভেঙে সেতুর রড ও ঢালাই ধসে পড়ে। নির্মাণসামগ্রীর চাপায় এক শ্রমিক নিহত ও পাঁচজন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, এলজিইডির তত্ত্বাবধানে প্রায় সোয়া ৪ কোটি টাকা ব্যয়ে ব্রিজের নির্মাণকাজ ২০২১ সালে শুরু হয়। চলতি বছরের আগস্টে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।

সর্বশেষ খবর