বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২ ০০:০০ টা

দুর্ভোগে কুমেক হাসপাতালের রোগীরা

কুমিল্লা প্রতিনিধি

দুর্ভোগে কুমেক হাসপাতালের রোগীরা

দালালের উৎপাতে দুর্ভোগে পড়ছেন কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের রোগীরা। একজন রোগী চিকিৎসক থেকে প্রেসক্রিপশন নেওয়ার পর তার ওপর ঝাঁপিয়ে পড়ে  দালালরা। তারা প্রেসক্রিপশন নিয়ে টানাটানি শুরু করে। অধিক মূল্যে তারা ওষুধ সরবরাহ করে। এ ছাড়া অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কবলে পড়ে মানুষ হয়রানির শিকার হচ্ছেন। হাসপাতালের প্রবেশপথে যানজট লেগে থাকে। সামনের সড়কটিও সারা বছর ভাঙ্গা থাকে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), কুমিল্লা ও টিআইবির বাস্তবায়নাধীন প্যাকটা প্রকল্প অবহিতকরণ সভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। সনাক কুমিল্লার সভাপতি রোকেয়া বেগম শেফালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপপরিচালক মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. আলী ইমাম মীর্জা,  এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইফতেখার আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ, কুমিল্লা মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডা. নিশাত সুলতানা এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন প্রমুখ। সনাক কুমিল্লার সদস্য বদরুল হুদা জেনুর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সহসভাপতি আইরিন মুক্তা অধিকারী। প্যাকটা প্রকল্পের বিষয়বস্তু উপস্থাপন করেন টিআইবির চট্টগ্রাম ক্লাস্টারের ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. জসিম উদ্দিন। মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক মোতাহার হোসেন মাহাবুব, মহিলাবিষয়ক অধিদফতরের উপপরিচালক কানিজ তাজিয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) প্রতিনিধি অধ্যক্ষ শফিকুর রহমান, ব্র্যাকের প্রতিনিধি মুহাম্মদ ওসমান গনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর