বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২ ০০:০০ টা

নেত্রকোনায় বসুন্ধরার খাদ্য সহায়তা পাচ্ছে ১০ হাজার পরিবার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় বসুন্ধরার খাদ্য সহায়তা পাচ্ছে ১০ হাজার পরিবার

পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এবং অসহায় ১০ হাজার মানুষকে সহায়তার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দেওয়া ত্রাণসামগ্রী নেত্রকোনায় এসেছে। গত মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত পর্যায়ক্রমে চারটি কাভার্ডভ্যান ভর্তি ৫ হাজার প্যাকেট নেত্রকোনা জেলা প্রশাসনের ত্রাণ পুনর্বাসন কেন্দ্রে এবং বাকি ৫ হাজার প্যাকেট রাখা হয় জেলা পুলিশ লাইনস গুদামে। প্রথমবারের মতো নেত্রকোনায় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এসব খাদ্যসহয়তা বিতরণ করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল ও জেলা প্রশাসনের পক্ষে জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা মুহম্মদ রুহুল আমিন প্যাকেটগুলো বুঝে রাখেন। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পক্ষে বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আলপনা বেগম, নিউজ  টোয়েন্টিফোরের সোহান আহমেদ, বাংলানিউজের আবদুর রহমান উপস্থিত থেকে প্যাকেটগুলো কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেন। প্রতিটি প্যাকেটে রয়েছে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল ও এক প্যাকেট মুড়ি। পুলিশ এবং জেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিটি উপজেলায় ক্ষতিগ্রস্ত ও দরিদ্র পরিবারের মধ্যে পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে বসুন্ধরা গ্রুপের এ সামগ্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর