বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২ ০০:০০ টা

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পাঁচ দফা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বর্তমান পেস্কেলের আগে অবসর গ্রহণকারী সরকারি কর্মচারীরা তাদের পাঁচ দফা দাবি আদায়ে মানববন্ধন করেছে। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী পরিষদের জেলা শাখার আয়োজনে বুধবার সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে শতাধিক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনে বক্তরা বর্তমান পেনশনভোগীদের সঙ্গে পূর্বের পেনশনভোগীদের পেস্কেল সমতাকরণ, ৬৫ বছরের ঊর্ধ্বে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের চিকিৎসা ভাতা ন্যূনতম ৫ হাজার টাকা প্রদান, রেশনিং ব্যবস্থা চালু, মাসিক ভিত্তিতে বাড়ি ভাড়া চালুসহ সরকারি কর্মচারীদের পূর্ণাঙ্গ অবসর নীতিমালা প্রণয়নের দাবি জানান। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী পরিষদের জেলা শাখার আহ্বায়ক নকীব সিরাজুল হক, হুমায়ুন কবির, তোয়াজ্জেল হোসেনসহ অন্যরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর