বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২ ০০:০০ টা

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টায় নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া গোপালগঞ্জের সাধারণ পরীক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। তারা দুপুর ১২টায় শহরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ করে। সেখানে তারা বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দেয়। পরে জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে  পৃথকভাবে স্মারকলিপি পেশ করেন। পরীক্ষার্থীরা জানান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্রগুলোতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। শিক্ষকদের সহায়তায় ডিভাইস, মোবাইল ফোন ও এসএমএসের মাধ্যমে অনেক পরীক্ষার্থী উত্তর দিয়েছে। এতে যোগ্যরা নিয়োগ পাবেন না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর