বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২ ০০:০০ টা

ছাত্র পেটানোর অভিযোগে সাময়িক বরখাস্ত শিক্ষক

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জের বি কে উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের পেটানোর অভিযোগে ওই স্কুলের শিক্ষক চঞ্চল রায়কে সাময়িক বরখাস্ত এবং শোকজ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কন্দর্প নারায়ণ রায়। গত মঙ্গলবার ছাত্র ও অভিভাবকদের অভিযোগ শুনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও উপজেলা শিক্ষা কর্মকর্তার সমন্বয়ে বৈঠকের মাধ্যমে অভিযুক্ত শিক্ষক চঞ্চল রায়কে সাময়িকভাবে বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা জানতে চেয়ে শোকজ করা হয়েছে। এর আগে, মঙ্গলবার নির্যাতনের শিকার ছাত্ররা পরীক্ষা বর্জন করার খবর পেয়ে বীরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা কন্দর্প নারায়ণ রায় উপস্থিত হয়ে সবাইকে শান্ত করেন। তিনি ছাত্র ও অভিভাবকদের অভিযোগ শুনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও গণ্যমান্য ব্যক্তি এবং স্কুলের প্রধান শিক্ষককে নিয়ে জরুরি বৈঠক করেন। স্থানীয়রা ও শিক্ষার্থীরা জানায়, বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউপির বি কে উচ্চ বিদ্যালয়ে গত সোমবার পরীক্ষা শেষে চেয়ারে চুইংগাম লাগানোর অপরাধে ক্লাস রুমে শিক্ষক চঞ্চল রায় কয়েকজন ছাত্রকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর