বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২ ০০:০০ টা

বিশেষজ্ঞ ডাক্তার তৈরিতে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

দেশে দক্ষ বিশেষজ্ঞ ডাক্তারদের ঘাটতি পূরণে দেশি-বিদেশি খ্যাতিমান ডাক্তারদের জ্ঞান ও দক্ষতা বিনিময়ের উদ্যোগ হিসেবে বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজের আয়োজনে গতকাল মম ইন হোটেলে উত্তরবঙ্গের মেডিকেল কলেজ সমূহের ডাক্তারদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়। চিকিৎসা গ্রহণে দেশের রুগীদের বিদেশ গিয়ে চিকিৎসা গ্রহণের আগ্রহ কমাতে এবং আস্থাপূর্ণ সেবা প্রদানে টেকনিক্যাল জ্ঞান আদান-প্রদান, অবকাঠামো উন্নয়ন এবং সেবার পরিধি বৃদ্ধিতে এই কনফারেন্সের আয়োজন করা হয়। সেই সঙ্গে দেশে ডাক্তারদের দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখবে। উক্ত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. এ. জেড. এম মোস্তাক হোসাইন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর