শুক্রবার, ১০ জুন, ২০২২ ০০:০০ টা

খালের পাড় ভেঙে লোকালয় প্লাবিত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার জিকে প্রকল্পের প্রধান খালের পাড় ভেঙে প্লাবিত হয়েছে বাড়িঘর ও ফসলি জমি। উপজেলার চরবাখরবার গ্রামে গতকাল সকালে এ ঘটনা ঘটে। এতে বন্ধ হয়ে গেছে লাঙ্গলবাধ-কুষ্টিয়া সড়কের যানবাহন চলাচল। স্থানীয়রা জানান, ৭-৮ দিন আগে চরবাখরবার গ্রামে জিকে প্রধান খালের পাড়ে ছিদ্র হয়ে পানি বের হচ্ছিল। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের জানালেও কোনো ব্যবস্থা নেননি। বৃহস্পতিবার সকালে খালের বাম তীরের প্রায় ৫০ ফুট ভেঙে যায়। ভাঙা অংশ দিয়ে পানি চরবাখরবার গ্রামে প্রবেশ করে। এতে শতাধিক বাড়িঘর ও কয়েক শ বিঘা ফসলি জমি প্লাবিত হয়েছে। দুর্ভোগে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা।

সর্বশেষ খবর