শুক্রবার, ১০ জুন, ২০২২ ০০:০০ টা

বিজিবি-বিএসএফ চার দিনের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, যশোর

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে চার দিনের সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। বিজিবির যশোর রিজিয়ন সদর দফতরে গতকাল দুপুরে এ সম্মেলন শুরু হয়। বিজিবি যশোর রিজিয়ন কমান্ডার

ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদীর নেতৃত্বে ১৮ সদস্যের প্রতিনিধি দল এবং বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল ড. অতুল ফুলজেলের নেতৃত্বে ছয় সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছেন। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, সম্মেলনে সীমান্ত হত্যা, অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচারসহ বিভিন্ন অপরাধ, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এবং বিজিবি-বিএসএফের পারস্পরিক আস্থা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে।

সর্বশেষ খবর