মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ ০০:০০ টা

কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা

নিজস্ব প্রতিবেদক, খুলনা ও যশোর

কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা

দেশের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের শুভ হালখাতা-১৪২৯ গতকাল খুলনার ডুমুরিয়া ও যশোর শহরে অনুষ্ঠিত হয়েছে। এতে কিং ব্র্যান্ড সিমেন্টের স্থানীয় ডিলার, ব্যবসায়ী এবং ঠিকাদাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কিং ব্র্যান্ড সিমেন্টের গুণগত মান এবং ধারাবাহিক ঐতিহ্যসহ দেশের উন্নয়নশীল প্রকল্পে এই সিমেন্টের অবদান তুলে ধরা হয়। পরে সেরা রিটেইলারদের পুরস্কার দেওয়া হয়। খুলনার ডুমুরিয়া উপজেলার থুকরা বাজারে জনতা সিমেন্ট এজেন্সির আয়োজনে হালখাতা অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন জনতা আদর্শ গ্রাম বহুমুখী সমবায় সমিতির সভাপতি বাবু প্রেমনাথ রায়। প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংশুক হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের মোংলা প্লান্টের অর্থ ও হিসাব বিভাগ প্রধান রবিউল ইসলাম। প্রশ্নোত্তর পর্বে জবাব দেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের জিএম আব্দুল লতিফ। বক্তব্য রাখেন গোলাম কুদ্দুস, বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের এজিএম (দক্ষিণ বঙ্গ) জিয়াউর রহমান। হালখাতায় ৪০০ জন রিটেইলার উপস্থিত ছিলেন। রিটেইলারদের মধ্য থেকে ২০ সেরা বিক্রেতাকে পুরস্কৃত করা হয়। যশোর শহরের হাই কোর্ট মোড়ে কিং ব্র্যান্ড সিমেন্টের পরিবেশক বিশ্বাস ট্রেডার্স-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের যশোর সদরের টেরিটরি সেলস ম্যানেজার আব্দুল লতিফ, চৌগাছা টেরিটোরির সেলস এক্সিকিউটিভ সাজ্জাদ হোসেন, বিশ্বাস ট্রেডার্স-এর স্বত্বাধিকারী সুশান্ত কুমার বিশ্বাস, পরিচালক সুকেন চন্দ্র বিশ্বাসসহ স্থানীয় রড-সিমেন্ট ব্যবসায়ী ও ঠিকাদারবৃন্দ।

সর্বশেষ খবর